একটু কাজ করতে গেলে হাঁপিয়ে উঠছেন, বুক ধড়ফড় করছে, কাজের সময় বুকে চাপ বা ব্যথা অনুভব করছেন, শরীরে পানি জমে হাত-পা-মুখ ফুলে গেছে, শরীর ভারভার লাগে, কাজকর্মে মন বসে না ইত্যাদি হৃদরোগের অন্যতম লক্ষণ। * ক্ষুধামন্দা, বদহজম, সবসময় পেটে একটা ভরাভরা ভাব, বমিবমিভাব বা বমি হওয়া, বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পরিপাকতন্ত্রের অসুস্থতার লক্ষণ। * মেজাজ খিটমিটে থাকা খুব সহজে রাগান্বিত হওয়া, সবসময় তন্দ্রা তন্দ্রাভাব, চিন্তাভাবনায় এলোমেলোভাব দেখা দেওয়া, খুব বেশি ঘুম হওয়া বা অনিদ্রায় ভোগা,...

